Book Details
Weight | 0.48 kg |
---|---|
Publisher |
Abosor অবসর |
450.00৳
উনিশ’ বিরাশি সাল। তখন রাশিয়ায় চলছে লিওনিদ ব্রেজনেভের স্থবির শাসন আর সোভিয়েতবাসীরা পার করছে তাদের ইতিহাসের সবচেয়ে ধূসরতম অধ্যায়। চারপাশে চলছে কমিউনিজম আর মার্কসবাদ নামের এক ধূমাভ দুর্বোধ্য রোমান্টিকতা। সুবর্নময় এই দেশটি তখন রঙিন চাঁদোয়ার নিচে বিবর্ণ ফ্যাকাসে মরুভূমি। বাইরে থেকে যা শোনা যায়, উপর থেকে যা দেখা যায়, ভেতরে কিন্তু তা নয়। সর্বত্র চলছে কী করে সবচেয়ে কম খরচে ভালো জিনিস খেয়ে, সবচেয়ে কম পরে, সবচেয়ে কম উপভোগ করে, সবচেয়ে কম কথা বলে, সবচেয়ে কম স্বাধীনতা ভোগ করে, জীবনের যাবতীয় আড়ম্বর আর বাহুল্য পরিহার করে কী করে ভালো থাকা যায়, তার প্রতিযোগিতা। মস্কো কিংবা লেনিনগ্রাদের রাস্তায় রোবটের মতো ঘুরে বেড়ানো মানুষগুলোর মুখের দিকে তাকালে মনে হয়, এরা তাদের মনের অতলে নিূগূঢ় কোনো রহস্য লুকিয়ে রেখেছে সযতনে। অযুত নিযুত অনুজ্জ্বল অস্বচ্ছ চোখের ভিড়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে শুধু কেজিবি’র গোয়েন্দারা, অন্যদের সন্দেহ করা ছাড়া যাদের দ্বিতীয় কোনো কাজ নেই। তারপরও এখানে জীবন থেমে থাকেনি। এখানে জীবন আছে কিন্তু যাপন নেই। কমিউনিজম যেন এদেশের মানুষের জীবনের অনুষঙ্গ, আর ক্রেমলিন তাদের অলৌকিক বাতিঘর। কেউ এ নীতিকে ধারণ করে প্রগাঢ় শ্রদ্ধায়, আবার কেউ একে এড়িয়ে চলে সূক্ষ্ণ সতর্কতায়। কিন্তু কেউই এ নীতিকে উপো করে না। একে উপো করা যেন মহাপাপ। গরিবের দুঃখের জন্য অহেতুক নিজেদের দায়ী করে এরা কমিউনিজমকে দেশপ্রেমের সঙ্গে একত্র করে তালগোল পাকিয়ে ফেলেছে।
এমনি অবস্থায় স্বদেশের শ্লথতা ও বৈচিত্র্যহীনতা দেখে নাতালিয়া আর মিথায়েল নামের দুই ভাই-বোন যারপরনাই হতাশ। বাবা-মা ইগর নভোকভ আর তাতানিয়া নভোকভা দুজনই কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। কিন্তু তাদেরই দুই সন্তান স্বপ্ন দেখে পরিবর্তনের। কৈশোরেই কমিউনিজম নামের স্বর্গীয় মিথটির দ্যোতনা ওদের মনে ক্রমশ থিথু হয়ে আসে। ওরা দুজনের কেউ বাবা-মা’র যন্ত্রণাকাতর নিয়তির উত্তরাধিকার হতে চায় না। ওদের বিশ্বাস, আরোপিত বশ্যতা আর অযৌক্তিক বাধ্যতা বেশি দিন টিকবে না। নাতালিয়ার শৈশব আর কৈশোর কেটেছে লেনিনগ্রাদের নেভাব নদীর ধারে। গোগোল, তলস্তয়, দস্তয়েভ্স্কি, পুশকিন, চেখভ, তুর্গেনেভ, ইয়েসেনিন, গোর্কি, বেবেল, মায়াকোভ্স্কি, সোলঝিনিৎসিন আর বরিস পাস্তারনাকের দেশের মেয়ে নাতালিয়া নবোকভা সাহিত্য আর ইতিহাস নিয়ে পড়তো মস্কো বিশ্ববিদ্যালয়ে। অনেকটা খেয়ালের বশেই এই রুশকন্যা নেভা নদীর জলকে পদ্মা-মেঘনার জলের সঙ্গে একাত্ম করে নিজের জীবনকে করে তোলে কঠিন। সোভিয়েত ইউনিয়নের চলমান স্থবির রাজনীতি নিয়ে এই নারীর আকুতি-উদ্বেগ, তার গোলমেলে যাপিত জীবনের বিভ্রান্তি আর গূঢ়ৈষণা, ব্যক্তিগত জীবনের রোমান্স, প্রণয়ের মধুরিমা আর ছন্দপতন, তার অন্তর্জগতের সঙ্গে বহির্জগতের প্রতিনিয়ত দ্বন্দ্বের চুলচেরা বিশ্লেষণ নিয়েই এ উপন্যাস।
Weight | 0.48 kg |
---|---|
Publisher |
Abosor অবসর |
Reviews
There are no reviews yet.
Only logged in customers who have purchased this product may leave a review.