About the Publisher
Abosor অবসর
অবসর প্রকাশনা সংস্থা ও প্রতীক প্রকাশনা সংস্থা বস্তুতপক্ষে একটি যুগল প্রতিষ্ঠান। বিশেষ চরিত্র ও প্রবণতা সংবলিত কিছু গ্রন্থ প্রকাশ করে 'অবসর', আর বইয়ের ধরন ভিন্ন হলে তখন 'প্রতীক'। গ্রন্থের চারিত্র্যমাহাত্ম্য অনুসারে ন্যূনপক্ষে অন্তত বিশ/বাইশ রকমের বই প্রকাশ করে প্রতীক প্রকাশনা সংস্থা যার ভিতরে যেমন রয়েছে স্মৃতিকথা বা আত্মজৈবনিক রচনা তেমনি পাওয়া যাবে ইতিহাস বা কোষগ্রন্থ জাতীয় বই। চিকিৎসাশাস্ত্র বা বিজ্ঞান বিষয়ক গ্রন্থ কিংবা প্রত্নতত্ত্ব কি স্থাপত্য নিয়ে লেখা বই যেমন আছে তেমনই রয়েছে খেলাধুলা সম্পর্কিত বই। সৃজনশীল বইয়ের অন্তর্ভুক্ত ধ্রুপদী লেখক যেমন বঙ্কিম রবীন্দ্রনাথ শরৎচন্দ্র মানিক তারাশঙ্কর বনফুল বুদ্ধদেব যেমন রয়েছেন তেমনই আছেন সমকালীন সাহিত্য স্রষ্টা-সুনীল গঙ্গোপাধ্যায় কি হুমায়ূন আহমেদ বা মুহম্মদ জাফর ইকবাল। বাংলা ভাষায় বিশ্বসাহিত্যেরও রূপান্তর বাঙালি পাঠকসমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিবেচনায় শেক্সপিয়ার থেকে রবার্ট লুই স্টিভেনসন পর্যন্ত নানা সাহিত্যিকের রচনা বাংলায় প্রকাশ করেছে প্রতীক প্রকাশনা সংস্থা। জ্ঞানকাণ্ডের অন্যান্য শাখার বিভিন্ন বইও, যেমন মনোবিজ্ঞান কিংবা দর্শনশাস্ত্র বা ইতিহাসতত্ত্ব, প্রকাশের প্রতি প্রতীক প্রকাশনা সংস্থা অত্যন্ত মনোযোগী ও নিষ্ঠাবান। শিশু-কিশোরদের উপযোগী গল্প-উপন্যাসও রয়েছে প্রচুর-যেমন বাংলা মৌলিক বই, তেমনই অনূদিত বইও।